দেশ

‘তাউটে’-এর ভয়াবহ তাণ্ডব, সমুদ্রে আটকে আছেন ২৭৩ জন, তাঁদের উদ্ধারে নামলেন নৌসেনা

‘তাউটে’-এর ভয়াবহ তাণ্ডব, সমুদ্রে আটকে আছেন ২৭৩ জন, তাঁদের উদ্ধারে নামলেন নৌসেনা
Key Highlights

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘তাউটে’। সোমবার সন্ধ্যায় তা আছড়ে পড়বে গুজরাত উপকূলে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বই। মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকা গুলিতে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। সমুদ্রের বিশালাকার ঢেউ আছড়ে পড়ছে। ইতিমধ্যেই মুম্বইয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। মুম্বাই উপকূলের মাঝ সমুদ্র বরাবর আটকে রয়েছে একটি বার্জ। তাতে রয়েছে ২৭৩ জন তাঁদের উদ্ধারের জন্য নামলেন ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘বোম্বে হাই এলাকার হীরা তৈলক্ষেত্র থেকে যাওয়া পি৩০৫ বার্জের থেকে সাহায্যের আর্জি পেয়ে তল্লাশি এবং উদ্ধার অভিযানে গিয়েছে রণতরী আইএনএস কোচি। যে বার্জে ২৭৩ জন আছেন।’