দক্ষিণ ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় "নিভার", জানিয়েছে মৌসম ভবন !

Tuesday, November 24 2020, 5:59 am
দক্ষিণ ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় "নিভার", জানিয়েছে মৌসম ভবন !
highlightKey Highlights

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘন্টার মধ্যে তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় "নিভার"। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ, ঝোড়ো হাওয়ার দাপটে এই সময় সমুদ্র ব্যাপক উত্তাল হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনসিএমসি) ৬টি দল তামিলনাড়ুর কাড্ডালোর এবং চিদম্বরম জেলায় মোতায়েন করা হয়েছে। তামিলনাড়ুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চেন্নাইয়ের দক্ষিণে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। "নিভার"-এর নামকরণ করেছে ইরান ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File