রাজ্যআনলক-পর্বে সাইকেলে ছাড় নিয়ে নেই কোনো নয়া নির্দেশিকা, বাড়ছে জল্পনা
কিরিং কিরিং! করোনাকালে যানবাহনের অসুবিধের জন্য শহরের রাস্তায় সাইকেল চলাচল বেড়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী, শহরের প্রায় ১০০ টিরও বেশি রাস্তায় সাইকেল চালানোর অনুমোদন নেই। কিন্তু করোনা কালে তা ছাড় দিয়েছিল সরকার। প্রতিমাসে সাইকেলে ছাড়ের কথা ঘোষণা করে নির্দেশিকা প্রকাশ করতেন পুলিশ কমিশনার অনুজ শর্মা, যা এ মাসে করা হয়নি। ফলে সেই ছাড় এখনো আছে না নেই তা নিয়ে রয়েছে জল্পনা। ট্রাফিক গার্ড সূত্রে খবর, ফলে বাইপাস, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রেড রোড, ক্যামাক স্ট্রিট, হাওড়া সেতু, শেক্সপিয়র সরণি, পার্ক স্ট্রিট, লেনিন সরণি, শিয়ালদহ উড়ালপুল, বেলেঘাটা মেন রোডের মতো রাস্তায় সাইকেল আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে পুলিশ।