প্রতারণা

Cyber Fraud | অনলাইনে বাজি কিনবেন? সাবধান! ভুঁয়ো ওয়েবসাইট বানিয়ে ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা

Cyber Fraud | অনলাইনে বাজি কিনবেন? সাবধান! ভুঁয়ো ওয়েবসাইট বানিয়ে ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা
Key Highlights

সস্তায় বাজি বা আলো বিক্রি করার নামে ভুয়ো ওয়েবসাইটের ফাঁদ পেতেছে প্রতারকরা!

সস্তায় বাজি বা আলো বিক্রি করার নামে ভুয়ো ওয়েবসাইটের ফাঁদ পেতেছে প্রতারকরা! লালবাজার সূত্রে খবর, কালীপুজো ও দীপাবলির আগে বহু ওয়েবসাইটই অত্যন্ত সস্তায় আকর্ষণীয় বাজি বিক্রির অফার দিচ্ছে। তবে সস্তায় অনলাইনে বাজি কেনার আগে ভালো করে ওয়েবসাইটটি যাচাই না করলেই পড়তে পারেন ফাঁদে। কারণ, ভুয়ো ওয়েবসাইটে দেওয়া ব্যাঙ্ক অ‌্যাকাউন্টে অনলাইনে টাকা পাঠালে তা পৌঁছে যাবে জালিয়াতদের ‘মিউল’ অ‌্যাকাউন্টে। আবার টাকা পাঠানোর জন‌্য জালিয়াতরা কিউআর কোড পাঠাতে পারে। ওই কিউআর কোড স্ক‌্যান করলেই বিপদ।