Cyber Crime | সাইবার প্রতারণার জন্য টেলিগ্রামকে বেছে নিচ্ছেন সাইবার অপরাধীরা!

Tuesday, July 2 2024, 12:53 pm
highlightKey Highlights

ডার্ক ওয়েব নিয়ে সাইবার অপরাধীদের নানা দাবিতেই টেলিগ্রামের প্রসঙ্গ থাকে। শুধু সাইবার অপরাধ নয়, হ্যাক্টিভিস্ট গ্রুপগুলির জন্য প্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই টেলিগ্রাম।


সাইবার অপরাধীদের মধ্যে ব্যবহার বাড়ছে টেলিগ্রামের। সাইবার সিকিউরিটি ফার্ম Kaspersky-এর ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী, সাইবার প্রতারণার জন্য টেলিগ্রামকে বেছে নিচ্ছেন অপরাধীরা। হ্যাকিং, স্প্যামিং ইত্যাদি কাজকর্মের জন্য টেলিগ্রামে নানা গ্রপ তৈরি করে সেখানে অ্যাক্টিভ থাকছে অপরাধীরা। সিকিউরিটি ফার্মের মতে, গত দু’ মাসে এই সমস্ত ডেটার পরিমাণ ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডার্ক ওয়েব নিয়ে সাইবার অপরাধীদের নানা দাবিতেই টেলিগ্রামের প্রসঙ্গ থাকে। শুধু সাইবার অপরাধ নয়, হ্যাক্টিভিস্ট গ্রুপগুলির জন্য প্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই টেলিগ্রাম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File