Cyber Attack on X | 'X-র ওপর সাইবার আক্রমণ'! বিশ্বব্যাপী একাধিক বিভ্রাটের মুখোমুখি হতেই চাঞ্চল্যকর দাবি ইলনের!
Tuesday, March 11 2025, 5:41 am

সোমবার বিশ্বব্যাপী একাধিক বিভ্রাটের মুখোমুখি হয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'X'।
সোমবার বিশ্বব্যাপী একাধিক বিভ্রাটের মুখোমুখি হয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'X'। আউটেজ ট্র্যাকার ওয়েবসাইটে ব্যবহারকারীদের ডেটা জানিয়েছে, একটি সংক্ষিপ্ত ডাউন ট্রেন্ডের পরে বিভ্রাটের রিপোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২৬,৫৭৯ এ দাঁড়ায়। একদিনে এই সংখ্যা ৪০ হাজার ব্যবহারকারী পর্যন্ত পৌঁছয়। এই আবহে Xর কর্তা ইলন মাস্কের দাবি, ‘ব্যাপক সাইবার আক্রমণ’ হয়েছিল এবং এখনও তা রয়েছে। তিনি সন্দেহ প্রকাশ করেন যে, হয় একটি বৃহত্তর, সমন্বিত গোষ্ঠী বা একটি দেশ এর সঙ্গে জড়িত।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ইলন মাস্ক
- সোশ্যাল মিডিয়া