প্রয়াত প্রসিদ্ধ নৃত্যশিল্পী আসতাদ দাবু, সংস্কৃতি জগৎ শোকস্তব্ধ।
Thursday, December 10 2020, 3:29 pm
Key Highlights
ক্যানসারের কাছে হার মানলেন কথক ও কথাকলি খ্যাত আসতাদ দাবু। পশ্চিমী নাচের ঘরানার ভারতীয়করণ ঘটিয়ে নৃত্যশিল্পী আসতাদ খ্যাতি কুড়িয়েছিলেন দেশজোড়া। গতমাসে ক্যানসারের হানার পর অবশেষে ৭৩ বছর বয়সী আসতাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, অসুস্থতার সঙ্গে ওঁর সাহসী লড়াই আজ ১০ ডিসেম্বর থেমে গেল। প্রবল এক নৃত্য ঐতিহ্য ও অবিস্মরণীয় একাধিক নৃত্য অনুষ্ঠান রেখে গেল আসতাদ। কোভিডের জেরে একেবারে ব্যক্তিগত পরিসরের মধ্যে শেষকৃত্য সম্পন্ন হয়েছে আসতাদের। একসময় নৃত্য পরিবেশনের ধরণ বদলে পশ্চিমী নৃত্যে ভারতীয় ধারার অনন্য এক সংমিশ্রণ ঘটিয়েছিলেন তিনি।
- Related topics -
- শিল্প ও সাংস্কৃতি
- নৃত্যশিল্পী
- প্রয়াত
- কথক
- কথাকলি
- আসতাদ দাবু