CSK vs KKR | চিপকেতে জমলো না ধোনি ম্যাজিক, জয়ের সরণিতে ফিরলো কলকাতা নাইট রাইডার্স

Friday, April 11 2025, 5:31 pm
highlightKey Highlights

নাইট রাইডার্সের কাছে কার্যত পর্যুদস্ত হল চেন্নাই সুপার কিংস। রাহানেদের কাছে ৮ উইকেটে হারল সিএসকে।


কলকাতা নাইট রাইডার্সের কাছে কার্যত পর্যুদস্ত হল চেন্নাই সুপার কিংস।অধিনায়ক হিসেবে কামব্যাকটা সুখের হলো না মহেন্দ্র সিং ধোনির। এদিন চিপকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করতে নেমে CSK করে মাত্র ১০৩ রান। CSKর হয়ে ৩১ রান করেন শিবম দুবে, ধোনি করেন ১। আর কেউ রান পাননি। পাল্টা ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও সুনীল নারিনের ওপেনিং জুটি করে ৪৬ রান। একা হাতে কেকেআরকে ম্যাচ জেতান অজিঙ্ক রাহানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File