কাশ্মীরের লাওয়াপুরার হামলার ঘটনায় নিহত বাংলার জগন্নাথ রায়, এখনও মোট মৃত ৩ ও আহত ২ জওয়ান
Tuesday, March 30 2021, 7:34 am

গত ২৫ শে মার্চ কাশ্মীরের লাওয়াপুরাতে শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কের উপর টহলদারি চালানোর সময় সিআরপিএফ-এর ৭৩ নম্বর ব্যাটেলিয়নের উপর যে হামলা হয়েছিল সেই ঘটনায় ৩ জন জওয়ান গুরুতর আহতসহ ২ জন জওয়ান মারা গেছেন। এঁদের মধ্যে বাংলার এক জওয়ান নিহত হয়েছেন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন জওয়ান জগন্নাথ রায়। তাঁর মৃত্যু বজ্রাঘাতের মতন আঘাত ফেলেছে তাঁর পরিবারের সদস্যদের ওপর। দাদা, বউদি, ভাইপো, স্ত্রী এবং এক পুত্র সন্তান রয়েছেন তাঁর পরিবারে।
- Related topics -
- দেশ
- শ্রীনগর
- জলপাইগুড়ি
- ভারতীয় সেনা
- পশ্চিমবঙ্গ