Anandhara Project । আনন্দধারা প্রকল্পের নাম নিয়ে কোটি কোটি টাকার প্রতারণা পশ্চিমবঙ্গ-সহ ভিন রাজ্যেও
আনন্দধারা প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। ভুয়ো টেন্ডার করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আনন্দধারা প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। ভুয়ো টেন্ডার করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি প্রতারণার দায়ে ১০ জনকে গ্রেফতারও করেছে বিধাননগর পুলিশ। অভিযুক্তরা শুধু এ রাজ্যে নয়, ভিন রাজ্যে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ। দিল্লি, আসাম, হরিয়ানা সহ একাধিক রাজ্যের ফার্মের সঙ্গে প্রতারণা করা হয়েছে। উল্লেখ্য, আনন্দধারা প্রকল্প গ্রামীণ এলাকায় দারিদ্র দূরীকরণের জন্য তৈরী। এর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিকে বিভিন্ন কাজের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- প্রকল্প
- প্রতারণা
- আর্থিক প্রতারণা