Cristiano Ronaldo | আগামী মরশুমে আল নাসেরেই থাকছেন রোনাল্ডো! নতুন চুক্তি সই করলেন CR7!
Thursday, June 26 2025, 3:01 pm
Key Highlightsজল্পনার অবসান,আগামী মরশুমে আল নাসেরেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
জল্পনার অবসান,আগামী মরশুমে আল নাসেরেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলারের সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টের পর অনুরাগীরা ধরে নিয়েছিলেন আল নাসেরের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন ক্রিশ্চিয়ানো। তবে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের সঙ্গে দু’বছরের চুক্তিতে সই করলেন CR7। আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি ছিল জুনের মাসের শেষ পর্যন্ত। তবে, নতুন চুক্তি করে ২০২৭ সাল পর্যন্ত সৌদির ক্লাবেই থাকছেন রোনাল্ডো। চুক্তির কথা শেয়ার করে রোনাল্ডো লেখেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন।’

 