দলবদল নিয়ে সব জল্পনায় জল ঢাললেন রোনাল্ডো, লম্বা পোস্টে কি লিখলেন CR7
Wednesday, August 18 2021, 11:01 am
Key Highlightsসম্প্রতি শোনা যাচ্ছিল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো অর্থাৎ CR7 জুভেন্তাসে খুব একটা ভালো নেই। প্রসঙ্গত মেসির বার্সেলোনা (FC Barcelona) ছেড়ে প্যারিস সাঁ জাঁ-তে নাম লেখানোর পরেই রোনাল্ডোকে নিয়ে তাঁর অনুগামীরা জল্পনার সৃষ্টি করে। শোনা যাচ্ছিল, ফের রিয়েল মাদ্রিদেই ফিরে যেতে পারেন রোনাল্ডো অথবা পিএসজিতেও যেতে পারেন। এই জল্পনার মধ্যেই তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, "আমার নাম নিয়ে যা খুশি লেখা হতে পারে না। আমি আমার কেরিয়ার এবং কাজের প্রতি বদ্ধপরিকর।"
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো

