UEFA EURO 2020: কোলার বোতল সরিয়ে কি বার্তা দিলেন রোনাল্ডো?
Tuesday, June 15 2021, 11:57 am
Key Highlightsইউরো ২০২০ তে গতবারের চ্যাম্পিয়ানরা প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে হাঙ্গেরির বিরুদ্ধে। তার আগে রীতি মেনে প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠক করলেন পোর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস এবং ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু রোনাল্ডো সাংবাদিক রুমে ঢুকেই কোলার বোতল দেখতে পেয়ে রেগে যান। তৎক্ষণাৎ তিনি কোলার বোতল সরিয়ে জলের বোতল তুলে ধরে বলেন, 'কোলা নয় জল খান।' তিনি নিজেও শরীরের কথা ভেবে কোলা জাতীয় পানীয় থেকে শতহস্ত দূরে থাকেন।