দেশ-ক্লাব মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! বিশ্বরেকর্ড গড়লেন রোনাল্ডো
Thursday, January 21 2021, 10:41 am
Key Highlightsবিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ফুটবল কেরিয়ারের ৭৬০ নম্বর গোলটি করলেন পর্তুগিজ সুপারস্টার। আর এই গোল করার সঙ্গে সঙ্গেই দেশ এবং ক্লাবের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম এখন সিআর সেভেন। জোসেফ বিকানকে টপকে গেলেন রোনাল্ডো। বুধবার ইতালিয়ান সুপার কাপের ফাইনালে নাপোলির বিরুদ্ধে ৬৪ মিনিটে গোল করে ইতিহাসে জায়গা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোলটি করার সঙ্গে সঙ্গেই প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা জোসেফ বিকানকে টপকে গেলেন সিআর সেভেন। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা দেশ ও ক্লাব মিলিয়ে জোসেফ বিকান ৭৫৯টি গোল করেছিলেন। এবার ক্লাব ও দেশের হয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতার নাম সিআর সেভেন।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ফুটবলার
- বিশ্ব রেকর্ড

