‘সিআর ৭’-কে আর পাবে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
Saturday, August 28 2021, 12:52 pm
Key Highlightsজুভেন্টাসের পাঠ চুকিয়ে ম্যাঞ্চেস্টারে ময়দানে পোর্তুগাল ফুটবল তারকা রোনাল্ডো। নিয়মানুযায়ী, মরসুমে যদি কেউ ক্লাব ছাড়েন তবেই সেই ফুটবলারের জার্সি অন্য কেউ পরতে পারবেন। বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাত নম্বর জার্সিটি এডিসন কাভানির দখলে। ১২ বছর পর লাল জার্সি পরলেও প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী জার্সিতে সাত নম্বর থাকা সম্ভব নয়। ইপিএল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তাদের নিয়মেই স্থায়ী আছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এ যোগদানের খবর ছড়িয়ে পরতে ফের নেটমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে রোনাল্ডোর পুরনো ছবি, ভিডিয়ো।