Cristiano Ronaldo । প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন CR7, কেরিয়ারের ৯০০তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Friday, September 6 2024, 6:00 am
Key Highlights
নিজের কেরিয়ারের ৯০০তম গোল করে প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
নিজের কেরিয়ারের ৯০০তম গোল করে প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রোনাল্ডোর দল। তার পরে ৩৪ মিনিটে ম্যাজিক মোমেন্ট। নুনো মেন্ডেসের মাপা পাস থেকে নিখুঁত শটে সি আর সেভেনের গোল। ৯০০তম গোল করেন রোনাল্ডো। নজির গড়া গোল করেই আবেগে ভেসে গেলেন রোনাল্ডো। দৌড়ে মাঠের ধারে গিয়ে ঘাসের মধ্যে মুখ গুঁজে বসে পড়েন। উল্লেখ্য, এই নজির এখনও পর্যন্ত অন্য কোনও ফুটবলারের নেই।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো