নাইট কার্ফুর মধ্যে মহারাষ্ট্রের ক্লাব থেকে গ্রেফতার রায়না, রান্ধাওয়া, সুসানি খান সহ ৩৪ জন
Tuesday, December 22 2020, 10:22 am
Key Highlightsকরোনার কারণে মহারাষ্ট্র সরকার সোমবার রাতে কার্ফু জারি করেছিলেন। সেই কার্ফু অমান্য করে কোনোরকম করোনা বিধি না মেনে ড্রাগন ফ্লাই ক্লাবে পার্টি করছিলেন অনেকে। তাঁদের মধ্যে ছিল ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, সংগীত শিল্পী গুরু রান্ধাওয়া এবং হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুসানি খান। এঁদের সহ মোট ৩৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। আপাতত রায়না এবং রান্ধাওয় জামিনে মুক্ত হয়েছেন।
- Related topics -
- ক্রিকেটার
- সুরেশ রায়না
- ভারতীয়
- গুরু রান্ধাওয়া
- সেলিব্রিটি
- গায়ক

