Jadavpur Case | থানার ভেতরে সৃজন,থানার বাইরে বিক্ষোভে বসেছে SFI সদস্যরা
Saturday, March 8 2025, 2:24 pm
Key Highlightsযাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে থানায় পৌঁছলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য।
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সভা ঘিরে যে অশান্তির আঁচ লেগেছিলো তা এখনো অব্যাহত। আজ শনিবার সকালে চিঠি পাঠিয়ে এসএফআই নেতা এবং এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করে যাদবপুর থানা। তাঁকে সন্ধ্যাবেলা সমস্ত ভিডিও ফুটেজ ও প্রমান সহ থানায় হাজিরা দিতে বলা হয়। সেইমতো থানায় পৌঁছেছেন সৃজন। এদিকে ঘটনার প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভে বসেছেন এসএফআই সদস্যরা। সৃজন থানা থেকে না বেরোনো অবধি তাঁরা বিক্ষোভ চালাবেন বলে খবর।

