CPIM | সেলিমেই ভরসা সিপিএমের! চার দিনের কনফারেন্স শেষে প্রকাশ্যে কমিটি তালিকা!

চার দিনের কনফারেন্স শেষে প্রকাশ্যে এসেছে বাংলার সিপিএম এর কমিটি। এতে নাম রয়েছে ৮০ জনের।
রাজ্য সম্পাদক হিসেবে মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে প্রকাশ্যে এসেছে বাংলার সিপিএম এর কমিটি। এতে নাম রয়েছে ৮০ জনের। এক নম্বরে রয়েছে মহম্মদ সেলিমের নাম। তার পরেই রয়েছে রামচন্দ্র ডোমের নাম। পুরোনো মুখের মধ্যে রয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, নিরাপদ সর্দার সহ অনেকেই। রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন সায়নদীপ মিত্র, ময়ূখ বিশ্বাস, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যরা। রাজ্য কমিটিতে ৮০ জনের মধ্যে মহিলা রয়েছে ১৪ জন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সিপিএম