Mahakumbh | স্নানের উপযুক্ত নয় গঙ্গা-যমুনার জল? কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্ট নিয়ে চাঞ্চল্য মহাকুম্ভে!

Wednesday, February 19 2025, 10:42 am
highlightKey Highlights

CPCB কর্তৃক দাখিল করা রিপোর্ট বলছে,স্নানের উপযুক্তই নয় সঙ্গমের একাধিক জায়গার জল।


ইতিমধ্যেই মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন প্রায় ৫১ কোটি পুণ্যার্থী। এরই মধ্যে সম্প্রতি উদ্বেগ ছড়িয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এক রিপোর্ট। CPCB কর্তৃক দাখিল করা রিপোর্ট বলছে,স্নানের উপযুক্তই নয় সঙ্গমের একাধিক জায়গার জল। ওই রিপোর্টে বলা হয়েছে, প্রয়াগরাজের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত জলের নমুনাগুলিতে মল কোলিফর্মের মাত্রা অতিরিক্ত বেশি। যা স্নানের জন্য প্রয়োজনীয় নূন্যতম জলের মানের মাপকাঠিতেও উর্ত্তীর্ণ হতে পারে না। ইতিমধ্যেই বিষয়টি জাতীয় সবুজ ট্রাইব্যুনালকেও জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File