স্বাস্থ্যবাড়ন্ত কোভিশিল্ড টিকা, অনির্দিষ্টকালের জন্য কলকাতায় বন্ধ হয়ে গেল কোভিশিল্ড টিকাকরণ
জোগান কম থাকায় আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতায় কোভিশিল্ডের টিকাকরণ বন্ধ করে দেওয়ার ঘোষণা করলো কলকাতা পুরসভা। তবে কোভ্যাক্সিনের টিকাকরণ চালু থাকবে। জানা যাচ্ছে গত ৬ ও ৭ অগাস্ট কলকাতা পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্রেই কোভিশিল্ডের টিকাকরণ বন্ধ ছিল। জানা গিয়েছে, এখনো পর্যন্ত কোভিশিল্ডের টিকার জন্য অপেক্ষায় রয়েছেন প্রায় এক লাখের বেশি মানুষ। টিকাকরণ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় পুরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে।