দেশ

কোভিড বিধি ভঙ্গ করার অপরাধে অভিনব শাস্তির ব্যবস্থা করলেন পুলিশ আধিকারিকরা

কোভিড বিধি ভঙ্গ করার অপরাধে অভিনব শাস্তির ব্যবস্থা করলেন পুলিশ আধিকারিকরা
Key Highlights

অভিনব শাস্তি, কোভিড বিধি ভঙ্গ করার অপরাধে এবার নতুন এক শাস্তির আবিষ্কার করা হলো মধ্যপ্রদেশে। আগের বছরও লকডাউন চলাকালীন যারা কোভিড বিধি মানছিলেন না তাদের অনেক শাস্তি দেওয়া হয়েছিল। এবার তাতেই নতুনত্বের ছোঁয়া আনলেন মধ্যপ্রদেশের সাতনা এক পুলিশ অফিসার। সাতনার কোলগাওয়ান থানার সাব-ইন্সপেক্টর সন্তোষ সিংহ যারা কোভিড বিধি মানছেন না তাদের আধঘন্টা ধরে একটি খাতায় 'রামনাম' লিখতে দিচ্ছেন তার এই অভিনব শাস্তি অনেকের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে তিনি এ ব্যাপারে বললেন, ‘‘বিধি ভাঙলে আটক করার এবং জরিমানা করার আইন আছে। কিন্তু আমি রামের নাম লেখাচ্ছি।’’