রাজ্য

২১ জানুয়ারি থেকে জারি হবে নয়া ব্যবস্থা,​ পুরীর মন্দিরে আর লাগবে না কোভিড রিপোর্ট

২১ জানুয়ারি থেকে জারি হবে নয়া ব্যবস্থা,​ পুরীর মন্দিরে আর লাগবে না কোভিড রিপোর্ট
Key Highlights

ন’মাস বন্ধ থাকার পর সম্প্রতি খুলেছিল পুরীর মন্দির। কিন্তু সবার জন্য নয়। সেখানে প্রবেশ করতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হত। রবিবার সেই নিয়ম তুলে দিল জগন্নাথ মন্দির পরিচালন সংস্থা। সর্বসাধারণের জন্য খুলে যেতে চলেছে পুরীর মন্দির। ২১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। অর্থাৎ এর ফলে যে কেউই পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেন। রবিবার মন্দির পরিচালন সংস্থার প্রধান কৃষাণ কুমার বলেন, ‘‘২১ জানুয়ারি থেকে মন্দিরে ঢুকতে গেলে আর কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবেনা"।