কোভিড টিকাকরণের ক্ষেত্রে বাংলায় চালু হচ্ছে একগুচ্ছ নয়াবিধি, টিকাকেন্দ্রে ভিড় এড়াতেই এই নয়া পদক্ষেপ

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

রাজ্যের বিভিন্ন জায়গায় করোনার টিকা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার রেকর্ড কোভিড টিকাকরণের পাশাপাশি টিকাকেন্দ্রেগুলিতে ধরা পরে টিকার লাইনে হুড়োহুড়ি এবং বিশৃঙ্খলার চিত্র । এই সমস্যা এড়াতে এবং আগামী দিনে যাতে সুষ্ঠু ভাবে টিকাকরণ চালাতে পারে সেই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং স্বাস্থ্য কর্তাদের সঙ্গে নবান্ন থেকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ভিডিয়ো কনফারেন্সের আয়োজন করলেন। টিকাকেন্দ্রে ভিড় এড়াতে এ বার থেকে বাড়িতে বাড়িতে টিকার কুপন দেওয়া হবে। আশা কর্মী এবং এএনএম কর্মীরা গ্রহীতাদের এই কুপন বাড়ি গিয়ে দিয়ে আসবেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File