দেশনয়া ফিচার! Paytm থেকেও বুক করা যাবে ভ্যাকসিনেশন স্লট
বর্তমানে ভারতে ২.৩০ বিলিয়ন গ্রাহক পেটিএম ব্যবহার করেন। করোনা মহামারীকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে গত মে মাসে পেটিএম নয়া ফিচার "vaccine finder feature" লঞ্চ করেছে। এর মাধ্যমে পেটিএম গ্রাহক তার সংশ্লিষ্ট এলাকায় কোথায় ভ্যাকসিনেশন সেন্টার আছে, কোথায় বিনামূল্যে বা বেসরকারি সংস্থায় কোথায় কত টাকা দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে -তা সহজেই দেখতে পাবে। ফলে নিজেদের পছন্দমতন ভ্যাকসিনেশন সেন্টার এবং সময় বুক করতে পারবেন। গ্রাহকদের সুবিধার্তে পেটিএম মুখপাত্র যথেষ্ট আশাবাদী।