Covid 19 India | দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৭ হাজার! গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৩৫৮ জন!

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন! স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ৬,৪৯১।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন! স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ৬,৪৯১। যার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালা ও গুজরাটে। কেরালাতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১,৯৫৭। গুজরাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৮ জন কোভিড আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, বর্তমানে মহারাষ্ট্রে ৬০৭, দিল্লিতে ৭২৮, কর্নাটকে ৪২৩ এবং পশ্চিমবঙ্গে ৭৪৭ জন সক্রিয় কোভিড রোগী রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে কেউ মারা যাননি।