Covid 19 | ফের করোনা আতঙ্ক! হংকং ও সিঙ্গাপুরে জারি হাই অ্যালার্ট! কোভিডের ঢেউ আছড়ে পড়তে পারে গোটা এশিয়ায়!

Friday, May 16 2025, 1:11 pm
highlightKey Highlights

সম্প্রতি হংকংয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বহু সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। তাদের মধ্যে অধিকাংশই আক্রান্ত করোনা ভাইরাসে।


আবারও ফিরছে ২০২০ এর মহামারীর চিত্র? করোনা ভাইরাসের আতঙ্কে হংকং ও সিঙ্গাপুর জুড়ে জারি সতর্কতা। সম্প্রতি হংকংয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বহু সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। তাদের মধ্যে অধিকাংশই আক্রান্ত করোনা ভাইরাসে। গত ৩ মে পর্যন্ত প্রতি সপ্তাহে গড়ে ২৮ শতাংশ হারে বেড়েছে রোগীর হার। বর্তমানে সেখানে প্রতি সপ্তাহে অন্তত ১৪,২০০ জন রোগী আক্রান্ত হচ্ছেন কোভিডে। ফলে আশঙ্কা করা হচ্ছে, এশিয়াতে ফের এক করোনার ঢেউ আছড়ে পড়়তে চলেছে! চিকিৎসকরা মনে করছেন, দুর্বল রোগ প্রতিরোধের কারণেই ছড়াচ্ছে সংক্রমণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File