লাইফস্টাইলপেঁয়াজের সাথে সত্যিই কি কোনো সম্পর্ক আছে ব্ল্যাক ফাঙ্গাসের? কি বলছেন বিশেষজ্ঞরা?
বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার নানা প্লাটফর্মে ভিন্ন ভাষা ব্যবহার করে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হচ্ছে। সেই পোস্টে লেখা রয়েছে, পেঁয়াজের গায়ে যে কালো দাগ বা ছত্রাক দেখা যায়, সেটাই ব্ল্যাক ফাঙ্গাস, যা ফ্রিজে রাখলে ফ্রিজেও ছড়িয়ে পরে। বিশেষজ্ঞদের মতে, এই পোস্টটি ভুঁয়ো। পেঁয়াজের গায়ে যে কালো ছত্রাক দেখা যায়, তার নাম অ্যাস্পারজিলাস নাইজার এবং এটি মাটিতে থাকে। পাশাপাশি আরও বলেছেন, এটি মানব শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের কারণ নয়।