Covid 19 Cases in India | দেশে করোনা পজিটিভ হাজারেরও বেশি! কোন রাজ্যে আক্রান্ত কত? বাংলায় অ্যাক্টিভ কোভিড রয়েছে ক'টা?
Tuesday, May 27 2025, 7:49 am

নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাস। গত এক সপ্তাহে নতুন করে কোভিড পজিটিভ ৭৫২ জন।
নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাস। গত এক সপ্তাহে নতুন করে কোভিড পজিটিভ ৭৫২ জন। ফলে এখনও পর্যন্ত দেশে অ্যাক্টিভ কোভিড কেস বেড়ে দাঁড়িয়েছে ১,০০৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায় (৪৩০)। এর পরে রয়েছে মহারাষ্ট্র (২০৯), দিল্লি (১০৪), গুজরাট (৮৩), তামিলনাড়ু (৬৯), কর্নাটক (৪৭), উত্তরপ্রদেশ (১৫) এবং রাজস্থান ও পশ্চিমবঙ্গ (১৩)। যদিও বেসরকারি সূত্রে খবর, বঙ্গে করোনা আক্রান্ত অন্তত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই করোনা রোগীর খোঁজ মিলেছে কলকাতায়।
- Related topics -
- দেশ
- ভারত
- স্বাস্থ্য
- করোনা ভাইরাস
- করোনা সংক্রমণ
- কোভিড ১৯
- করোনা-পরীক্ষা
- কোভিড পজিটিভ
- কোভিড ১৯ ইতিবাচক
- করোনা পরিস্থিতি