সুখবর! "ডিপকোভান কোভিশেল্ফ কিট"- মাত্র ৭৫ টাকায় ঘরে বসেই করুন করোনা পরীক্ষা
Saturday, May 22 2021, 6:41 am
Key Highlightsআপনার কি মনে হচ্ছে যে আপনি কোভিড আক্রান্ত? কোথায় পরীক্ষা করাবেন, তা নিয়ে চিন্তিত? তবে আপনার জন্য সুখবর। এবার কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-এর হাত ধরে খুব শীঘ্র বাজারে আসতে চলেছে কোভিশেল্ফ কিট "ডিপকোভান"। নাকের সোয়াব নিয়ে এতে ঘরে বসে পরীক্ষা করা সম্ভব এবং ৭৫ মিনিট পরে আপনি সংক্রমিত কিনা তার জানান দেবে এই কিট । ICMR-এর পর ড্রাগ কন্ট্রোলও ডিপকোভান-এর বাজারে আসার ছাড়পত্র দিয়েছে। বাজারে এটি কিনতে ডাক্তারের কোনও প্রেসক্রিপশন প্রয়োজন হবে না।
- Related topics -
- কোভিড ১৯
- কোভিড টেস্ট কিট
- স্বাস্থ্য
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

