Gurap Child Rape and Murder | গুড়াপে শিশু ধর্ষণ- খুন কাণ্ডের ৫২ দিনের মাথায় রায়দান! ১৭ জানুয়ারি সাজা ঘোষণা

Wednesday, January 15 2025, 1:12 pm
highlightKey Highlights

এই ঘটনায় ধৃত অশোক সিংকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া পকসো আদালত। আগামী ১৭ জানুয়ারি দোষীর সাজা ঘোষণা।


প্রায় ৫২ দিনের মাথায় গুড়াপে শিশু ধর্ষণ ও খুন কাণ্ডে রায়দান! এই ঘটনায় ধৃত অশোক সিংকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া পকসো আদালত। আগামী ১৭ জানুয়ারি দোষীর সাজা ঘোষণা। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় গুড়াপে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ৫ বছরের এক শিশুকন্যা। খোঁজাখুঁজি করে প্রতিবেশী অশোক সিংয়ের বাড়িতে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে শিশুটিকে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর প্রতিবেশী অশোক সিংকে গ্রেফতার করা হয়। তদন্ত করে আদালতে তথ্য প্রমাণ দেয় পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File