দেশ

Mehul Choksi | EDর বাজেয়াপ্ত ২,৫৬৫.৯ কোটি টাকার সম্পত্তি নগদীকরণের অনুমতি! বিপাকে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি

Mehul Choksi | EDর বাজেয়াপ্ত ২,৫৬৫.৯ কোটি টাকার সম্পত্তি নগদীকরণের অনুমতি! বিপাকে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি
Key Highlights

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তের অংশ হিসাবে ২০১৮ সাল থেকে ED দ্বারা বাজেয়াপ্ত করা ২,৫৬৫.৯ কোটি টাকার সম্পত্তি নগদীকরণের অনুমতি

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তের অংশ হিসাবে ২০১৮ সাল থেকে ED দ্বারা বাজেয়াপ্ত করা ২,৫৬৫.৯ কোটি টাকার সম্পত্তি নগদীকরণের অনুমতি দিলো মঙ্গলবার মুম্বইয়ের এক বিশেষ আদালত। এই নির্দেশের ফলে মুম্বইয়ের ফ্ল্যাট এবং আন্ধেরির SEEPZএ দুটি কারখানা / গোডাউন সহ ১২৫ কোটি টাকারও বেশি সম্পত্তি চোকসির গীতাঞ্জলি জেমস লিমিটেডের লিকুইডেটরের কাছে হস্তান্তর করা হচ্ছে। জানা গিয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায়।