রাজ্য

SSC | অগুনতি শিক্ষক বাতিল, ধুঁকছে শিক্ষাব্যবস্থা, একাদশের খাতা দেখতে বাড়তি সময় দিলো শিক্ষা দপ্তর!

SSC | অগুনতি শিক্ষক বাতিল, ধুঁকছে শিক্ষাব্যবস্থা, একাদশের খাতা দেখতে বাড়তি সময় দিলো শিক্ষা দপ্তর!
Key Highlights

এসএসসির চাকরি বাতিলের কারণে একাদশ শ্রেণির পরীক্ষার নম্বর অনলাইনে জমা দেওয়ার সময়সীমা আগেই পেরিয়ে গিয়েছে। আর্জি মেনেই সময়সীমা বাড়ালো সংসদ।

২০১৬ এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় বঙ্গে কার্যত থমকে গিয়েছে শিক্ষা ব্যবস্থা। বহু স্কুলে অশিক্ষক কর্মীদের দিয়ে পড়াশোনার কাজকর্ম চালানো হচ্ছে। ফলে একাদশের পরীক্ষার নম্বর জমা দেওয়া এবং খাতা দেখা ইত্যাদি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্যে আটকে গিয়েছে। এই পরিস্থিতিতে একাদশের দ্বিতীয় সেমেস্টারের নম্বর অনলাইনে জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, চলতি মাসের ৩০ তারিখে মধ্যে অনলাইনে নম্বর জমা দিতে হবে। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে শিক্ষক মহলে।