Sheikh Hasina | গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড, দুর্নীতি মামলায় হাসিনাকে কী সাজা দেবে ঢাকা আদালত?

আগামী ১ ডিসেম্বর হাসিনা, তাঁর বোন রেহানা ও বোনঝি টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবে ঢাকার বিশেষ আদালত।
গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত। কিন্তু এখানেই শেষ নয়, আগামী ১ ডিসেম্বর হাসিনা, তাঁর বোন রেহানা ও বোনঝি টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবে ঢাকার বিশেষ আদালত। অভিযোগ হাসিনার শাসন আমলে মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেন হাসিনাকন্যা টিউলিপ সিদ্দিক। ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে নিজের বোন শেখ রেহানাকে প্লট বরাদ্দ করে দিয়েছিলেন শেখ হাসিনা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- শেখ হাসিনা
- দুর্নীতি
