দেশদেশে একলাফে দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ৩৬%, ফের ৫০০ ছুঁইছুঁই মৃত্যু

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড পরিসংখ্যান ধীরে ধীরে ফের আশঙ্কার সৃষ্টি করছে। দেশের দৈনিক কোভিড সংক্রমণ প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার ২৮ হাজারে নেমে এসেছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার দেশে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। এই নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। বর্তমানে দেশে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছে কেরলের বাসিন্দারা; এরপরেই রয়েছে মহারাষ্ট্র। এখনও মানুষ সতর্ক না হলে ফের শুরু হতে পারে করোনার মারণ কামড়।