কোভিড এনকেফ্যালোপ্যাথি: এবার মস্তিষ্কে দাপট করোনাভাইরাসের, কপালে ভাঁজ চিকিৎসক মহলের !
Monday, November 23 2020, 5:30 am
Key Highlights
বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এর চিকিৎসক বিমান কান্তি রায়ের মতে, এনকেফ্যালন-এর অর্থ মস্তিষ্ক ও প্যাথজ় মানে অসুখ। কোনো ব্যক্তি সারাদিন কি করেছে তাই ভুলে যাচ্ছে, জলের বোতলকে কেউ ভাবছে মোবাইল, কেউ আবার গান শুনতে শুনতে হঠাৎ কেঁদে ফেলছেন, আবার কেউ সিঁড়ির সামনে দাঁড়িয়ে বুঝতে পারছেনা কিভাবে সিঁড়ি দিয়ে নামবে, ইত্যাদি। বিশেষত, শরীরে তৈরী হওয়া কোনো নতুন অ্যান্টিবডির কারণে মস্তিষ্কের কোষগুলিকে অপরিচিত ভাবতে শুরু করে, তখনই ঘটে এইসব। সম্প্রতি করোনা জয়ীদের এইরকম উপসর্গ দেখা গিয়েছে। ডাক্তারি ভাষায় এর নাম "কোভিড এনকেফ্যালোপ্যাথি", বয়স্কদের শরীরে বেশি প্রভাব পড়ছে। এই নিয়ে চিকিৎসকরা চিন্তায় পড়েছেন।
- Related topics -
- করোনা ভাইরাস
- কোভিড এনকেফ্যালোপ্যাথি
- বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস
- এসএসকেএম হাসপাতাল
- কোভিড ১৯
- ভারতবর্ষ