স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করলেন, কো-উইন পোর্টালে আধার নম্বর বাধ্যতামূলক নয়

স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করলেন, কো-উইন পোর্টালে আধার নম্বর বাধ্যতামূলক নয়
Key Highlights

কোভি়ড টিকা নিতে কো-উইন পোর্টালে নাম নথিভুক্তির জন্য আধার নম্বর বাধ্যতামূলক নয়। লোকসভায় এ কথা জানিয়েছে কেন্দ্রীয় জানাল স্বাস্থ্য মন্ত্রক। শুক্রবার লোকসভায় এই অ্যাপ এবং পোর্টাল নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। কো-উইন মোবাইল অ্যাপ ছাড়াও এই পোর্টাল নিয়ে বিশদে জানান কেন্দ্রীয় মন্ত্রী। একটি প্রশ্নের লিখিত জবাবে তিনি লিখেছেন, ‘কো-উইন পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক ভাবে থাকাটা জরুরি নয়’। সেই সঙ্গে তাঁর দাবি, চলতি বছরে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৮ লক্ষ ৯০ হাজার ব্যক্তি কো-উইনে নাম নথিভুক্ত করেছেন।