লাইফস্টাইল

Covid 19 XEC | আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন XEC! কী কী লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন?

Covid 19 XEC | আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন XEC! কী কী লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন?
Key Highlights

সর্দি কাশির উপসর্গ দেখা দিলে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যুক্তরাজ্যে।

ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন। সর্দি কাশির উপসর্গ দেখা দিলে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যুক্তরাজ্যে। বিজ্ঞানীদের মতে, এই নয়া স্ট্রেন XEC করোনার আগের রূপের মত অতটা ভয়ংকর নয়। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে: উচ্চ তাপমাত্রা বা কাঁপুনি, ক্রমাগত কাশি, গন্ধ বা স্বাদের অনুভূতিতে ক্ষতি বা পরিবর্তন, শ্বাসকষ্ট, ক্লান্ত বা ক্লান্ত বোধ করা, শরীরে ব্যথা, মাথাব্যথা, সর্দি ও নাক বন্ধ, খিদে কমে যাওয়া, ডায়রিয়া। এই স্ট্রেনের বিশ্বব্যাপী কেস সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।