Cooch Behar | নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ! গ্রেপ্তার ষাটোর্ধ্ব বৃদ্ধ, কোচবিহারের চাঞ্চল্য

Sunday, January 25 2026, 5:02 am
Cooch Behar | নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ! গ্রেপ্তার ষাটোর্ধ্ব বৃদ্ধ, কোচবিহারের চাঞ্চল্য
highlightKey Highlights

জামালদহে নদীপাড়ে গিয়ে ধর্ষণের শিকার এক নাবালিকা। যা ঘিরে তপ্ত হল এলাকা।


নদীর ধারে নাবালিকাকে ধর্ষণ ষাটোর্ধ্ব বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জএ। মেখলিগঞ্জের জামালদহে নদীপাড়ে খড়ি আনতে গিয়েছিল ওই নাবালিকা। সেই সময়ই এক ষাটোর্ধ্ব বৃদ্ধ ওই নাবালিকাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং ধর্ষণ করে। ভয়ে নাবালিকা প্রথমে কাউকে কিছু জানায়নি। একদিন পর স্থানীয়রা নির্যাতিতা ও তাঁর পরিবারকে জামালদহ ফাঁড়িতে নিয়ে যায়। লিখিত অভিযোগ দায়েরের পর ষাটোর্ধ্ব অভিযুক্তকে গ্রেফতার করে মেখলিগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় এদিন রাতে জামালদহে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন প্রতিবাদীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File