Doctor Transfer | রাজ্যে ফের ডাক্তার বদলি! ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষর বদলি ঘিরে ঘনাচ্ছে বিতর্ক

Friday, March 21 2025, 5:36 am
highlightKey Highlights

ইতিমধ্যেই আরজি কর আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামীর বদলি ঘিরে তৈরি হয়েছে চাপানউতোর। তারমধ্যে উৎপল দাঁয়ের বদলি ঘিরে সমালোচনায় সরব চিকিৎসক সংগঠনগুলি।


ফের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ডাক্তার বদলি নিয়ে ঘনাচ্ছে বিতর্ক। আগেই বদলি হয়েছিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী। এবার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উৎপল দাঁর বদলি করা হলো। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে প্রফেসর পদে পাঠানো হল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সেবাশ্রয় প্রকল্পের অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের টোকাটুকির এবনং থ্রেট কালচারের বিরুদ্ধে সরব ছিলেন উৎপল দাঁ। বদলি ঘিরে সমালোচনায় সরব হয়েছেন চিকিৎসক সংগঠনগুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File