অযোধ্যায় মসজিদ নির্মাণ অবৈধ, শরিয়া-বিধির বিরোধী বলে দাবি অল ইন্ডিয়া পার্সেনাল ল’ বোর্ডের সদস্যদের।

Friday, December 25 2020, 8:52 am
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের রায়ের পরে অযোধ্যার ধন্নীপুরে সরকারের দেওয়া বিকল্প জমিতে মসজিদ নির্মাণ শুরুর মুখেই ফের বিতর্ক। এ ভাবে পাওয়া জমিতে মসজিদ নির্মাণ অবৈধ এবং শরিয়া-বিধির বিরোধী বলে দাবি করছেন অল ইন্ডিয়া পার্সেনাল ল’ বোর্ডের সদস্যরা। নির্ধারিত পাঁচ একর জায়গায় ইতিমধ্যেই আধুনিক ডিজাইনের একটি মসজিদ এবং হাসপাতাল তৈরির পরিকল্পনা করেছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট। তার মডেলও প্রকাশ করেছে। উত্তরপ্রদেশ স্টেট সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এই ট্রাস্ট তৈরি করে মসজিদ নির্মাণের দায়িত্ব দিয়েছে। কিন্তু বাবরি মসজিদ নিয়ে মামলার অন্যতম শরিক অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ড-এর একাধিক সদস্যদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File