চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা সুরক্ষার দাবিতে হাওড়ায় বিক্ষোভ করলেন।

Wednesday, December 9 2020, 8:43 am
highlightKey Highlights

মঙ্গলবার হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন প্রায় ৫০০ জন চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মী। তাঁদের অভিযোগ, নামেই তাঁরা কোভিড যোদ্ধা, কিন্তু পিপিই কিট, পর্যাপ্ত মাস্ক বা স্যানিটাইজার কোনও কিছুই জোটে না। তাই কর্মক্ষেত্রে সুরক্ষার দাবি তুলে বিক্ষোভ দেখান তাঁরা। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পের অধীনে হাওড়া জেলায় কাজ করছেন প্রায় এক হাজার জন চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মী। গোটা রাজ্যে তাঁদের সংখ্যা প্রায় কুড়ি হাজার। করোনা আবহের মধ্যেই প্রথম সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কয়েক জন করোনাতে আক্রান্ত হয়েছেন। কয়েক জন স্বাস্থ্য কর্মীর মৃত্যুও হয়েছে। তবু হুঁশ ফেরেনি প্রশাসনের, এমনটাই অভিযোগ ওই স্বাস্থ্যকর্মীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File