Contai | চিপস-কাণ্ডের ছায়া পূর্ব মেদিনীপুরে! 'মিথ্যা' ইভটিজিংয়ের অভিযোগে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র!
Saturday, July 26 2025, 10:59 am
Key Highlightsসুইসাইড নোটে সে লেখে, 'বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না।'
চিপস কাণ্ডের ছায়া এবার পূর্ব মেদিনীপুরে। কাঁথিতে এক ছাত্রীকে 'উত্যক্ত' করার অভিযোগ ওঠে নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে এক বন্ধুর বাড়ি থেকে নিজের বই আনতে যাওয়ার সময় ওই ছাত্রকে ওই কিশোরীর বাবা এবং তাঁর পরিচিত কয়েকজন আটকে রেখে মারধর করে। কিন্তু সেই ছাত্র বারবার দাবি করে সে এই কাজ করেনি। পরে ছাত্রের বাবা মাও বকাবকি করে তাকে। এরপরের দিনই সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয় ওই ছাত্র। সুইসাইড নোটে সে লেখে, 'বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না।'
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পূর্ব মেদিনীপুর
- আত্মহত্যা
- ছাত্র মৃত্যু

