ভোটের ফলাফল ঘোষণার আগেই করোনার কোপে মৃত্যু হল কংগ্রেসের এক প্রার্থীর
Sunday, April 11 2021, 11:48 am

ভোটপর্ব মিটতেই করোনার কোপে বলি হলেন প্রার্থী, ফলে বিধানসভা নির্বাচনের ফলাফল আর জানা হল না তামিলনাড়ুর কংগ্রেস প্রার্থী পিএসডাবলু মাধব রাওয়ের। গত মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। রবিবার সকালে করোনা প্রাণ কেড়ে নিল এই প্রার্থীর। গত ৬ এপ্রিল তামিলনাড়ুতে ২৩৪টি আসনে বিধানসভা নির্বাচন হয়। বিরুধুনগর জেলার শ্রীভিলিপুথুর আসন থেকে কংগ্রেসের হয়ে লড়ছিলেন মাধব রাও। একাধিক নির্বাচনী প্রচারে তাঁকে দেখা গিয়েছে। এরপরই ভোটের আগে তিনি করোনা আক্রান্ত হন। সম্প্রতি বেশ কিছু সারীরিক জটিলতা দেখা দিতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার সকালে মৃত্যু হয় তাঁর।
- Related topics -
- রাজনৈতিক
- কংগ্রেস প্রার্থী
- কোভিড ১৯
- মৃত্যু
- তামিলনাড়ু
- বিধানসভা নির্বাচন
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।