রাজ্য

WB Flood | আরও অবনতি ঘাটাল, আরামবাগ, খানাকূলের পরিস্থিতি; বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল

WB Flood | আরও অবনতি ঘাটাল, আরামবাগ, খানাকূলের পরিস্থিতি; বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল
Key Highlights

একটানা বৃষ্টি এবং ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়ার জন্য কার্যত জলের তলায় বাংলার একাধিক জেলা।

একটানা বৃষ্টি এবং ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়ার জন্য কার্যত জলের তলায় বাংলার একাধিক জেলা। বিপদসীমার উপর দিয়ে জল বইছে দামোদর, মুণ্ডেশ্বরী,রূপনারায়ণ নদীর। একাধিক বাঁধ ভেঙেছে। আর তার জেরে জল ঢুকছে আরামবাগ, খানাকূলে। শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটালের মনসুকা, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা। এদিকে ২,৬৭,০০০ কিউসেক হারে জল বেরোচ্ছে দুর্গাপুর থেকে। এখনও ২ লক্ষ ১০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ফলে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।