Shreyas Talpade-Alok Nath | বলি অভিনেতা শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে দায়ের FIR!
Friday, January 24 2025, 12:32 pm

বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে দায়ের হল প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ!
বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের বিরুদ্ধে দায়ের হল প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ! জানা গিয়েছে, ২২ জানুয়ারি হরিয়ানার মুরথাল থানায় FIR দায়ের করা হয় শ্রেয়াস, আলোক সহ আরও ১৩ জনের বিরুদ্ধে। মুরথালের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান ‘মূল অভিযোগ একটি সংস্থার বিরুদ্ধে, যে সংস্থা লোকজনকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারিত করেছে। তবে সেই অভিযোগে নাম রয়েছে শ্রেয়াস তালপাড়ে ও আলোক নাথের।' তবে এক্ষেত্রে অভিনেতাদের ভূমিকা তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশ কমিশনার।