দেশ

Commode Explode | ফ্ল্যাশ করতেই বিস্ফোরণ হয়ে ফেটে পড়লো কমোড! প্রকৃতির ডাকে সারা দিয়ে গুরুতর আহত যুবক!

Commode Explode | ফ্ল্যাশ করতেই বিস্ফোরণ হয়ে ফেটে পড়লো কমোড! প্রকৃতির ডাকে সারা দিয়ে গুরুতর আহত যুবক!
Key Highlights

গ্রেটার নয়ডার আশু নাগার প্রকৃতির ডাকে সারা দিয়ে বাথরুমে গিয়েছিল। কিন্তু ফ্ল্যাশ করার সঙ্গে সঙ্গেই তীব্র শব্দ করে বিস্ফোরণ হয়ে ফেটে পড়ে কমোড।

বাথরুমের কমোড ফেটে গুরুতর আহত ২০ বছরের যুবক! গ্রেটার নয়ডার আশু নাগার প্রকৃতির ডাকে সারা দিয়ে বাথরুমে গিয়েছিল। কিন্তু ফ্ল্যাশ করার সঙ্গে সঙ্গেই তীব্র শব্দ করে বিস্ফোরণ হয়ে ফেটে পড়ে কমোড। এই ঘটনায় শরীরে অনেকটা অংশ পুড়ে গিয়েছে ওই যুবকের। পরিবারের সন্দেহ ড্রেনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে মিথাইন গ্যাস তৈরি হয়ে এই বিপত্তি হয়ে থাকতে পারে। যদিও গ্রেটার নয়ডা অথরিটির সিনিয়র ম্যানেজার এপি বর্মা জানান, তদন্ত করে দেখা গিয়েছে নিকাশী ব্যবস্থা সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। হতে পারে বাড়ির অন্দরেই কোনও সমস্যা ছিল।