বাংলা টেলিভিশনে প্রথমবার রিয়েলিটি শোয়ের মঞ্চে উপস্থিত থাকবেন হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা আসরানি।

Thursday, November 19 2020, 1:41 pm
বাংলা টেলিভিশনে প্রথমবার  রিয়েলিটি শোয়ের মঞ্চে উপস্থিত থাকবেন হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা আসরানি।
highlightKey Highlights

প্রথমবার বাংলা টেলিভিশনের একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে উপস্থিত থাকবেন হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা গোবর্ধন আসরানি। ১১ অক্টোবর থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এক নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’। অভিনেতা যীশু সেনগুপ্তর সঞ্চালনায় এই শোয়ের বিচারকের আসনে রয়েছেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য ও অঙ্কুশ হাজরা। থিমভিত্তিক এই কমেডি শোয়ের নতুন এপিসোডের থিম মিশর। আর সেখানেই বিশেষ অতিথির ভূমিকায় উপস্থিত হবেন আসরানি। চ্যানেলের তরফ থেকে প্রকাশিত ট্রেলারে দেখা যাচ্ছে একটি মমির কফিনের ভেতর থেকে বেরিয়ে আসছেন আসরানি। এই প্রথম বাংলা টেলিভিশনে উপস্থিত হয়ে অভিনেতা জানালেন, “বাঙালি শিল্পীদের মতো প্রতিভা পৃথিবীর কোথাও নেই।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File