Kalyan Chaubey | 'এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এসে কথা বলুন', বাইচুং ভুটিয়াকে পাল্টা কল্যাণ চৌবের
Friday, June 20 2025, 5:58 pm
Key Highlightsদুর্নীতির অভিযোগ থেকে শুরু করে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে কাঠগড়ায় তোলেন ফেডারেশন প্রেসিডেন্টকে। এ বার এই অভিযোগের পাল্টা জবাব দিলেন কল্যাণ চৌবে।
AIFF বা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দৈনন্দিন কাজ থেকে শুরু করে ভুল ম্যানেজমেন্ট নিয়ে সরব খেলোয়াড় বাইচুং ভুটিয়া। সাংবাদিক বৈঠকে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ভূমিকা নিয়ে আঙুল তুললেন তিনি। এবার পাল্টা জবাব দিলেন কল্যাণ চৌবে। আনুষ্ঠানিক বিবৃতিতে কল্যাণ লেখেন, ‘গণতান্ত্রিক দেশে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে। AIFFএর এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে ভাইচুং ভুটিয়ারও অধিকার আছে তাঁর মত প্রকাশ করার। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তাঁর কাছে সুযোগ রয়েছে AIFFএর এক্সিকিউটিভ কমিটির বৈঠকে কথা বলার।’

