Colombia Plane Crash | ১৫ জন যাত্রী সহ ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান! মৃত সকলেই

Thursday, January 29 2026, 3:26 am
Colombia Plane Crash | ১৫ জন যাত্রী সহ ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান! মৃত সকলেই
highlightKey Highlights

১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান। মৃত্যু হয়েছে ক্রু-সহ বিমানে থাকা সব যাত্রীরই।


ফের বিমান দুর্ঘটনা। সূত্রের খবর, বুধবার দুপুরে ভেনেজ়ুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা যাচ্ছিল যাত্রীবাহী একটি বিমান। কলম্বিয়ার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজ়ুয়েলার সঙ্গে কলম্বিয়ার সীমান্তের কাছে ওই ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ২ জন ক্রু ছাড়াও ১৩ জন যাত্রী ছিলেন। বিমান থাকা সকলেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আছেন আর এক রাজনীতিবিদও। তিনি আসন্ন নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধারের জন্য বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File